বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম—দুই অঞ্চলে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭,৩৪৮ জন যাত্রীকে শনাক্ত করা হয়েছে।

এ অভিযানে ভাড়া আদায় হয়েছে ১০,৬২,৪৬০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ৪,৫৭,১২৯ টাকা।
রেলওয়ে সূত্র জানায়, ২৩ নভেম্বর ২০২৫ থেকে নিয়মিতভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে। এর ফলে রেলের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে এবং টিকিটবিহীন ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। যাত্রীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ীভাবে অভিযান চালুর দাবি জানিয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর ২০২৫)
পূর্ব ও পশ্চিমাঞ্চলে মোট ১৬০টি ট্রেনে অভিযান চালানো হয়।
পশ্চিমাঞ্চল
• অংশ নেন ৯১ জন টিটিই
• অভিযান চালানো হয় ৮৩টি ট্রেনে
• শনাক্ত টিকিটবিহীন যাত্রী: ৪,০৯৮ জন
• ভাড়া আদায়: ৫,৭৯,৩৩০ টাকা
• জরিমানা আদায়: ২,২১,২৭০ টাকা
• যাচাই করা টিকিট: ১,২২৫টি
পূর্বাঞ্চল
• অংশ নেন ৯৮ জন টিটিই
• অভিযান চালানো হয় ৭৭টি ট্রেনে
• শনাক্ত টিকিটবিহীন যাত্রী: ৩,২৫০ জন
• ভাড়া আদায়: ৪,৮৩,৫৩০ টাকা
• জরিমানা আদায়: ২,৩৫,৮৯৫ টাকা
• যাচাই করা টিকিট: ২,৬৬৬টি
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে,
যাত্রীসেবা উন্নত করা, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব সুরক্ষার লক্ষ্যে
এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









